কুষ্টিয়ায় বড় ভাইকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2022, 01:07 PM
Updated : 12 May 2022, 01:07 PM

তাছাড়া আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে রাখারও আদেশ দিয়েছে আদালত।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মামুন সরকার (৫০) সদর উপজেলার পিয়ারপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন।

আদালতের পিপি অনুপকুমার নন্দী মামলার নথির বরাতে জানান, ২০১৬ সালের ১ জুন পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাই আসাদুল সরদারকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন মামুন। কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের স্ত্রী সাথী খাতুন ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামুনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন থানার এসআই এসএম কাফরুজ্জামান।

পিপি বলেন, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় মামুনকে দোষী সাব্যস্ত করে আদালত এই সাজা দিয়েছে।