উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চুলার আগুনে দগ্ধ ৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের চারজনসহ ছয়জন দ্বগ্ধ হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2022, 10:05 AM
Updated : 12 May 2022, 10:05 AM

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কুতুপালং ১ নম্বর ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।

দগ্ধদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-ওই ক্যাম্পের বাসিন্দা মো. হোসেন আলীর ছেলে মো. নুর আলম (৫৩)। 

বাকিরা নুর আলমের স্ত্রী, দুই ছেলে এবং তাদের দুই প্রতিবেশী বলে পুলিশ জানালেও তাদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

দগ্ধদের কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাতে নাইমুল বলেন, “নুর আলমের স্ত্রী নিজের ঘরে গ্যাসের চুলায় রান্না করছিলেন। এক পর্যায়ে গ্যাস সিলিন্ডারের পাইপের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তাতে চুলা থেকে আগুন লেগে যায়।

এ সময় একই পরিবারের চারজন দগ্ধ হয়। খবর পেয়ে প্রতিবেশীরা দগ্ধদের উদ্ধার করতে গিয়ে আরও দুইজন দ্বগ্ধ হন।”

পুলিশ সুপার বলেন, আগুনে নুর আলমের ঘরটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের অগ্নিকাণ্ড এড়ানো গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।