রংপুরে ‘বিষ দিয়ে’ মাছ মারার অভিযোগ
রংপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2022 11:37 PM BdST Updated: 11 May 2022 11:37 PM BdST
রংপুরের কাউনিয়ায় বিষ প্রয়োগে এক ব্যক্তির পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
উপজেলার মায়াবাজার চরচতুরা গ্রামের এই পুকুরে বুধবার সকালে মাছগুলো মরে ভেসে ওঠে।
অভিযোগের বরাতে হারাগাছ থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, শত্রুতার জেরে আব্দুর রউফ নামে এক কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করলে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী ওই কৃষক বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, সকালে প্রতিবেশীদের খবরে পুকুরে গিয়ে মাছ ভাসতে দেখতে পান। পুকুরে প্রায় এক লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল।
বিক্রি উপযোগী মাছগুলো মারা গেছে জানিয়ে তিনি আরও বলেন, “কেউ শত্রুতা করে বিষ ছিটিয়েছে। তা না হলে হঠাৎ করে সব মাছ মরে যাওয়ার কথা না।”
এ বিষয়ে তিনি হারাগাছ থানায় অভিযোগ দিয়েছেন বলেও জানান আব্দুর রউফ।
অভিযোগ পেয়েছেন জানিয়ে ওসি বিডিনিউজ টোযেন্টিফৈার ডটকমকে বলেন, “অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্তে গেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
-
কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রামের পথে রেল বন্ধ
-
সাবেক ওসির ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
-
মানিকগঞ্জে যুবদল ও ছাত্রদল নেতার উপর হামলা
-
বাগেরহাটে হরিণের চামড়া-শিং উদ্ধার
-
পাহাড়ে রক্তপাত বন্ধে সব করব: স্বরাষ্ট্রমন্ত্রী
-
হত্যাচেষ্টার আসামি ‘প্রকাশ্যে’, গ্রেপ্তার না করার অভিযোগ
-
কুসিক নির্বাচন: মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৩ প্রার্থী
-
মেহেরপুরে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন বর্জন
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- দেখিয়ে দিতে চান আজার
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক