মৌলভীবাজারে সিঁদ কেটে শিশু চুরির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিঁদ কেটে শিশু চুরির অভিযোগ পেয়েছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2022, 05:38 AM
Updated : 11 May 2022, 05:38 AM

বুধবার ভোরে উপজেলার রাতগাউ ইউনিয়নের কওলা গ্রামে এ ঘটনা ঘটে বলে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান। 

শিশুটির নাম হাবিবুর রহমান মাহিন (সাড়ে তিন বছর)। তার বাবা উপজেলার টিলাগাঁও গ্রামের মর্তুজ আলী মধ্যপ্রাচ্যে থাকেন।

ওসি বলেন, লিজা বেগমের স্বামী মধ্যপ্রাচ্যে থাকায় তিনি শিশুটিকে নিয়ে বাবার বাড়ি থাকেন। ভোরে কোনো একসময় ঘরে সিঁদ কেটে শিশুটিকে চুরি করা হয়। খবর পেয়ে ভোরেই পুলিশ ঘটনাস্থলে যায়।  

“শিশুটিকে উদ্ধারে পুরো টিম কাজ করছে। এরই মধ্যে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। আশা করছি, দ্রুতই শিশুটিকে উদ্ধার করা যাবে।”

মাহিনের নানা (মায়ের চাচা) কাদির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিজা ও তার ছেলে এক খাটে শুয়েছিল। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে ছেলে নেই। পরে দরজা খোলা এবং ঘরের এক পাশে সিঁদ কাটা দেখতে পায়। তখনি সে চিৎকার দেয়।” 

পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এবং ভোরেই পুলিশ আসে বলে জানান কাদির মিয়া।

শিশুটির মা লিজা বেগম বলেন, তিনি তখন ঘুমে ছিলেন। উঠে দেখেন শিশুটি নেই। সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার দেন। তখন লোকজন দ্রুত ঘর থেকে বের হয়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।