সাজেকে যাচ্ছেন না রাষ্ট্রপতি

‘দুর্যোগপূর্ণ আবহাওয়া’র কারণে রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদের রাঙামাটির সাজেক সফর স্থগিত করা হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2022, 04:57 AM
Updated : 11 May 2022, 05:03 AM

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে বলে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান।

তিনি সাংবাদিকদের বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির কর্মসূচি স্থগিত করা হয়েছে।”

প্রটোকল অফিসার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “মহামান্য রাষ্ট্রপতি আগামী ১২-১৪ মে, ২০২২ ইং তারিখ রাঙামাটির সাজেকের সফর ঘূর্ণিঝড় (আসানি) এর প্রভাবে চলমান দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হলো।’

ঘূর্ণিঝড় আসানির প্রভাবে সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে গত কয়েকদিন ধরে প্রায়শই ভারি ও হালকা বৃষ্টিপাত হচ্ছে।

আয়তনে দেশের সবচে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়িতে অবস্থিত ‘বাংলাদেশের দার্জিলিং’ খ্যাত নয়নাভিরাম সাজেক। মিজোরাম সীমান্তবর্তী এই এলাকায় সড়ক পথে প্রতিবেশী জেলা খাগড়াছড়ির মধ্য দিয়ে যেতে হয়। সাম্প্রতিক বছরগুলোকে বিপুল সংখ্যক দেশি পর্যটকের অনিবার্য গন্তব্য হয়ে উঠছে মেঘ-পাহাড়ের এই ছোট্ট জনপদ।