কাজে ফেরার সুযোগ না দিলে অনশনের হুমকি কয়লা শ্রমিকদের
দিনাজপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2022 06:38 PM BdST Updated: 08 May 2022 06:38 PM BdST
-
পরিবারের সদস্যদের নিয়ে আমরণ অনশনের আলটিমেটাম দিয়েছেন দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা
-
বকেয়া বেতন ও কাজে যোগদানের দাবিতে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেন বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা
বকেয়া বেতন পরিশোধ ও কাজে যোগদানের দাবি মানা না হলে পরিবারের সদস্যদের নিয়ে আমরণ অনশনের হুমকি দিয়েছেন দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা।
ঈদের পর ফের আন্দোলনে ফিরে রোববার মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করে এই হুমকি দেন শ্রমিকরা; দাবি-দাওয়া মানতে খনি কর্তৃপক্ষকে স্মারকলিপিও দিয়েছেন তারা।
শ্রমিকরা জানান, এখন থেকে প্রতিদিনই খনির গেইটে বিক্ষোভ সমাবেশ চলবে। এর আগে ঈদের জন্য শ্রমিকরা তাদের আন্দোলন স্থগিত করেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে এক হাজার ১৪৭ জন বাংলাদেশি শ্রমিকের বিপরীতে কাজ করেন ২০০ চীনা শ্রমিক। খনিটি রাষ্ট্রীয় সম্পদ হলেও, কয়লা উত্তোলন কাজে চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি/সিএমসি কনসোর্টিয়ামের সঙ্গে সরকার চুক্তিবদ্ধ।
কোভিড মহমারীর সময়ে খনির এক হাজার ১৪৭ জন বাংলাদেশি শ্রমিককে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। এরপর চলতি বছরের জানুয়ারিতে ৪০০ জন শ্রমিককে খনির ভেতরে থেকে কাজ করার শর্তে ফেরত নেয়।
বাকি ৭৪৭ জনকে চাকরি থেকে বরখাস্ত করা না হলেও বেতন-ভাতা দেওয়া হচ্ছে না তাদের। এবার সাড়ে ৪০০ শ্রমিককেও চলতি মাসের ২ তারিখে খনি থেকে বাড়ি পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ।
বড়পুকুরিয়া কয়লা শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, "সব শ্রমিককে কাজে যোগদান করাতে হবে এবং বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।"
২ এপ্রিল খনি থেকে বাইরে আসা শ্রমিক রিয়াজুল ইসলাম, আব্দুর রহিম ও জাহিদুলসহ অন্যান্য শ্রমিকদের অভিযোগ চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাদের প্রতি 'অমানবিক' আচরণ করেছে।
আট ঘণ্টার পরিবর্তে ১০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়েছে এবং এক ধরনের বন্দি জীবনযাপন তাদেরকে করতে হয়েছে বলেও অভিযোগ করেন শ্রমিকরা।
'অমানবিক' আচরণের কিছু উদাহরণ তুলে ধরে আব্দুর রহিম বলেন, "ভুলক্রমে মাস্ক খুললে এক হাজার টাকা কেটে নেওয়া হয়েছে, বাথরুম যেতে অনুমতি নিতে হতো। মাসে একবার বেতনের টাকা দেওয়ার সময়ও পরিবারের সঙ্গে দেখা করতে দিলেও তা দুই মিনিটের জন্য।"

বকেয়া বেতন ও কাজে যোগদানের দাবিতে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেন বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা
এর আগে ২৯ এপ্রিল ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামমান খান জানিয়েছিলেন, কূপে কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় খনিতে উত্তোলন বন্ধ হয়ে গেছে। নতুন কূপ থেকে উত্তোলন শুরু হতে দুই থেকে আড়াই মাস লাগতে পারে।
দেশে বর্তমানে পাঁচটি কয়লা খনি থাকলেও একমাত্র বড়পুকুরিয়া খনির মধ্য ও দক্ষিণ অংশ থেকেই কয়লা উত্তোলন করা হয়। ভূ-গর্ভস্থ পদ্ধতিতে ২০০৫ সাল থেকে বাণিজ্যিক ভিত্তিতে এখানে কয়লা তোলা হচ্ছে।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ১৯৮৫ সালে বড়পুকুরিয়া কয়লা খনির সন্ধান পায়। এই খনিতে ভূপৃষ্ঠের ১১৮ মিটার থেকে ৫০৬ মিটার গভীরতায় পাঁচ দশমিক ২৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে কয়লা রয়েছে। এখানে কয়লা ব্যবহারের জন্য একটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। যদিও এখানকার উৎপাদিত সব কয়লা সেখানে ব্যবহার হয় না।
খনির প্রকৌশলীরা জানান, এখানকার কয়লা বিদ্যুৎ উৎপাদনের জন্য উৎকৃষ্ট মানের। এই কয়লায় সালফার কম।
আরও পড়ুন:
বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ
বকেয়া বেতন ও কাজে যোগদানের দাবিতে বড়পুকুরিয়া কয়লা শ্রমিকদের বিক্ষোভ
-
‘সাড়ে ৫ কোটি টাকার’ ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ যুবক আটক
-
আমদানির খবরে ফরিদপুরে পেঁয়াজের দরপতন
-
ঈদযাত্রার পথে মা-মেয়ের মৃত্যু, বাবা-ছেলে হাসপাতালে
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
কুমিল্লায় জামায়াতের কাউন্সিলরকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
-
বন্যা: নেত্রকোণায় ডায়রিয়া আক্রান্ত ঘণ্টায় ৩ জনের বেশি
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় মামলা
-
রাজশাহীতে রেল কর্মচারীকে ‘কুপিয়ে হত্যা’র অভিযোগ
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ