বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রী

বুকে ব্যথা অনুভব করায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক লালমনিরহাট, নীলফামারী ও রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2022, 06:58 AM
Updated : 8 May 2022, 07:43 AM

শনিবার রাতে লালমনিরহাটের নির্বাচনী এলাকায় (কালীগঞ্জ-আদিতমারী) একটি অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী; পরে তিনি অসুস্থ বোধ করেন বলে জানান তার সহকারী একান্ত সচিব (এপিএস) মিজানুর রহমান মিজান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরপর মন্ত্রীকে গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। তিনি সেখানকার করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। বিভাগীয় চিকিৎসক অধ্যাপক শাকিল গফুরের তত্ত্বাবধানে আছেন তিনি।”

“চিকিৎসক পরিস্থিতি পর‌্যবেক্ষণ করছেন। প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠাতে পারেন বলে জানিয়েছেন।”

অধ্যাপক শাকিল গফুর রোববার বেলা সাড়ে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রী মহোদয়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। তিনি বুকে ব্যথা অনুভব করেছিলেন। এখন পর‌্যন্ত বড় ধরনের কোনো সমস্যা নেই।“

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রীকে রাত পৌনে ৩টার দিকে নিয়ে আসা হয়। এখন স্থিতিশীল আছেন। তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এদিকে দুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন বলেন, ঈদ উদযাপনের জন্য ২৯ এপ্রিল ঢাকা থেকে লালমনিরহাটের বাড়িতে যান মন্ত্রী।

“এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। বিভিন্ন প্রোগ্রামে ছিলেন, বয়স্ক মানুষ, গরমে হয়তো এটা হয়েছে।”