ঝিনাইদহে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2022, 11:11 AM
Updated : 6 May 2022, 11:11 AM

উপজেলার যাদবপুর গ্রামে শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে হরিণাকুণ্ডু থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, জমি বেচাকেনা নিয়ে কয়েক মাস ধরে গ্রামের বজলু ফকির ও নাসিম মোল্লার মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে ওই জমিতে বজলু ফকিরের লোকজন চাষ করতে যায়। এ সময় নাসিম মোল্লা বাধা দিলে তাকে মারধর করা হয়।

“পরে বিষয়টি জানাজানি হলে দুপক্ষের লোকজন ঢাল, শরকি, রামদা, লাঠি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে নারীসহ দুপক্ষের অন্তত ১৫ জন আহত হন।”

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।