হবিগঞ্জে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সংঘর্ষ-গোলাগুলি, আহত ৬০

হবিগঞ্জের বানিয়াচংয়ে মহল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2022, 12:16 PM
Updated : 5 May 2022, 12:16 PM

বানিয়াচং থানার ওসি মো. এমরান আহমেদ জানান, উপজেলার বানিয়াচং উত্তর ও দক্ষিণ ইউনিয়নে বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ হয়। এ সময় অন্তত ৬০ জন আহন হয়েছেন, যাদের তিনজন গুলিবিদ্ধ।

স্থানীয়দের ওসি জানান, এই এলাকায় মহল্লায় নেতৃত্ব দেওয়ার জন্য একজন ‘ছান্দের সর্দার’ থাকেন। স্থানীয়রা তাদের নির্বাচিত করে। এই সর্দার নির্বাচন নিয়ে বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ ইউপির চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া ও বর্তমান ‘ছান্দ সর্দার’ অ্যাডভোকেট নজরুল ইসলামের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে বৃহস্পতিবার দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে বানিয়াচং উত্তর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, “দক্ষিণের চেয়ারম্যান ধন মিয়া বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়লে আমাদের অন্তত ৩ জন গুলিবিদ্ধ হয়।”

তবে এ বিষয়ে যোগাযোগ বলতে চাইলে হায়দারুজ্জামান খান ধন মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

সংঘর্ষের সময় বন্দুক হাতে ধন মিয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে।