জমির বিরোধ: পটুয়াখালীতে ‘প্রতিপক্ষের মারধরে’ একজনের মৃত্যু

পটুয়াখালীতে বিরোধপূর্ণ জমিতে মুগডাল তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে একজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2022, 06:34 AM
Updated : 5 May 2022, 06:40 AM

সদর উপজেলার বদরপুর ইউনিয়নের পূর্ব হকতুল্লাহ গ্রামে বুধবার বিকালে এ ঘটনা ঘটে বলে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।

মৃত বশার তালুকদার (২৮) পূর্ব হকতুল্লাহ গ্রামের আব্দুল জব্বার তালুকদারের ছেলে।

প্রতীকী ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “গ্রামের একখণ্ড জমি নিয়ে বশারের চাচা আনছার তালুকদারের সঙ্গে স্থানীয় মজিবর তালুকদারের বিরোধ চলছিল। বুধবার বিকালে ওই জমিতে বশার মুগডাল তুলতে গেলে মজিবর তাকে মারধর করে ও গলাটিপে ধরে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

“বশারকে রাতে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিকভাবে তার গলায় অথবা শরীরের কোনো স্থানে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।”

তিনি বলেন, বশারের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

তবে এ ঘটনায় এথনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।