ময়মনসিংহে ছুরিকাঘাতে তরুণকে হত্যা, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ শহরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন; এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2022, 02:54 PM
Updated : 3 May 2022, 02:54 PM

জেলা সদরের কোতোয়ালি থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, রোববার এই হত্যার ঘটনা ঘটে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নিহত রাকিবুল ইসলাম রিতু (২০) মহানগরীর বয়রা বটতলার দুলাল মিয়ার ছেলে। 

গ্রেপ্তাররা হলেন মহানগরীর বয়রা বটতলার তোতা ব্যাপারীর ছেলে সারোয়ার হোসেন (২১), হেলাল উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন (২১) ও আব্দুর রশিদের ছেলে রানা মিয়া (২১)।

এই ঘটনায় ওই দিনই রিতুর বাবা বাবা ১৬ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

মামলার বরাতে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, রিতুর ছোট ভাই রনির সঙ্গে একই এলাকার কিছু তরুণের বিরোধ চলছিল। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিতু ঈদের কেনাকাটা করার জন্য বাড়ি থেকে শহরের দিকে যাওয়ার সময় বটতলা বাজার এলাকায় কয়েকজন তরুণ রিতুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি জানান, স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।