ঈদের আগে সিলেটে হকার্স মার্কেটে আগুনে পুড়ল শতাধিক দোকান
সিলেট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2022 11:12 AM BdST Updated: 02 May 2022 12:11 PM BdST
সিলেটের লালদীঘির পাড় হকার্স মার্কেটে আগুন লেগে শতাধিক দোকান পুড়ে গেছে। ঈদের আগে ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
রোববার ভোর রাত ৩টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান।
আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল বলেন, হকার্স মার্কেটের ৫ নম্বর গলির যে কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার পর ঘিঞ্জি পরিবেশ ও পানির সংকটে আগুন নেভাতে অনেক বেগ পেতে হয় তাদের।
পরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গাড়ি দিয়ে সরবরাহ করা পানি দিয়ে আগুন নেভানোর কাজ করেন ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের সঙ্গে ব্যবসায়ীরাও আগুন নেভাতে প্রাণান্তর চেষ্টা করেন।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা লালদীঘির পাড় হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কবির হোসেনের। তিনি বলেন, “মার্কেটে এক হাজার ৩৫ টি দোকান রয়েছে; এর মধ্যে শতাধিক দোকান আগুনে পুড়েছে।”
মার্কেটের ছয় নম্বর গলির ব্যবসায়ী জয়নাল আহমদ বলেন, “আগুনে সব পুড়ে গেছে। লাখ লাখ টাকা ব্যাংক লোন কিভাবে পরিশোধ করবো বুঝে উঠতে পারছিনা। সবার সহযোগিতা চাই।”
খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি রসখানে সাংবাদিকদের বলেন, “মার্কেটে অগ্নি নির্বাপণের নিজস্ব কোন ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।”
বৈদুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানালেও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেনি।
-
জাটকা ধরায় নিষেধাজ্ঞা উঠল
-
বিরোধ: মাদারীপুরে দুজনকে কুপিয়ে আহত
-
কক্সবাজার শহরে দস্যুতা-লুণ্ঠনের দায়ে ২ জনের যাবজ্জীবন
-
হবিগঞ্জে নদীতে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু
-
কক্সবাজারে র্যাবের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
-
চুয়াডাঙ্গার সড়কে বাইক ও প্রাইভেট কার থামিয়ে ডাকাতি
-
গাজীপুরে ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর’ কিশোরীকে
-
শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামির বিরুদ্ধে পিপির জিডি
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে
- বিমানবন্দরে ২৩ লাখ সৌদি রিয়াল ফেলে পালালেন যাত্রী