দিনাজপুরে গোর-এ- শহীদ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন
দিনাজপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2022 09:26 PM BdST Updated: 01 May 2022 09:26 PM BdST
কোভিড মহামারীর মধ্যে দুবছর বন্ধ থাকার পর দিনাজপুরে গোর-এ- শহীদ ময়দানে আবার ঈদের জামাত অনুষ্ঠানে নিরাপত্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এই ময়দানে ছয় লাখ নামাজি ঈদ জামাতে অংশ নেবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
ঈদের নামাজের প্রস্তুতি দেখতে সম্প্রতি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ময়দান পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এই ময়দানে ঈদের নামাজ পড়া ঈদ উৎসবের অন্যতম অংশ। এশিয়ার সব থেকে বড় এই ঈদগাঁ মাঠে এবার ৬ লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করবে।”
সুষ্ঠুভাবে নামাজ আদায় করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
ঈদগাহ সংশ্লিষ্টরা জানান, ২২ একরের এই ময়দানে ২০১৭ সাল থেকে ঈদের নামাজ হচ্ছে। ৫২টি গম্বুজবিশিষ্ট ৫১৭ ফুট দৈর্ঘ্যের মিনারটির মূল মেহেরাবের উচ্চতা ৫২ ফুট।
এই মাঠে নিয়মিত ঈদের নামাজ পড়েছেন রুবেল সিকদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশাল পরিসরে মাঠে ঈদের নামাজ আদায় অন্যরকম এক আনন্দ, যা গত দুবছর আমরা পড়তে পারিনি। এবার সেই অপক্ষা শেষ হবে।”
একই অভিমত ব্যক্ত করে সদর উপজেলা চেয়ারম্যান এমদাদ সরকার বলেন, “দুবছর ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করতে না পারার কষ্ট দূর হবে। লাখো মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারাটা অন্যরকম আনন্দ।”
এ বিষয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, শান্তিপুর্ণ পরিবেশে নামাজ অনুষ্ঠানের জন্য পুলিশের পক্ষ থেকে নিরপত্তা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট নিরাপত্তা বজায়ে কাজ শুরু করেছে।
-
খুলনা-ঢাকা রুটের ট্রেনে যাত্রী কমেছে, ঈদে নেই বিশেষ ট্রেন
-
বিলাইছড়ি হত্যাকাণ্ড: ১২ দিন পর মামলা, আসামিরা ‘বম পার্টির’
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কর্তন
-
উৎপলের ভাইদের এখন আশুলিয়ায় ফিরতেও ভয়
-
খুলে গেল নলকা সেতুর দ্বিতীয় লেইনও
-
দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ লাখ টাকা চুরি
-
পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে এবার পিকআপের ধাক্কা
-
আশুলিয়ায় পোশাকশ্রমিককে ‘রড দিয়ে পিটিয়ে হত্যা’
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার