জয়পুরহাটে ঝড়ে ‘ব্যাপক ক্ষতি’, একজনের মৃত্যু

জয়পুরহাটে ঝড়-বৃষ্টিতে গাছপালা, ঘরবাড়িসহ মাঠের ফসলের ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে; গাছচাপায় মারা গেছেন একজন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2022, 01:38 PM
Updated : 30 April 2022, 01:38 PM

শুক্রবার রাতে জেলার পাঁচ উপজেলার ওপর দিয়ে এই ঝড় বয়ে যায় বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান।

তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে প্রবল ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। জেলায় প্রায় দুই ঘণ্টা স্থায়ী বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৮.৪০মিলি মিটার।

“সদর উপজেলা, কালাই, আক্কেলপুর, পাঁচবিবিসহ পাঁচ উপজেলায় মোট প্রায় সাড়ে ৭৬ হাজার হেক্টর জমির মধ্যে প্রায় ১৭ হাজার  ২০০ হেক্টর জমির বোরো ধান, পাট, ভুট্টা, কলা, শাক-সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।”

আর সঞ্জয়কুমার মণ্ডল (২৮) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে  জয়পুরহাটের ডিসি শরীফুল ইসলাম জানিয়েছেন।

সঞ্জয় সদর উপজেলার শ্যামপুর গ্রামের সুধেন্দ্রনাথ মণ্ডলের ছেলে।

মোটরসাইকেলে করে বাইরে থেকে বাড়ি ফেরার পথে গাছচাপা পড়ে তিনি মারা যান বলে এলাকাবাসী জানান।

সদর উপজেলার পাকুরতলী গ্রামের আবুল কাসেম বলেন, ভারি বৃষ্টিতে তার গোয়ালঘর ও সেচপাম্প-ঘরের চালের সব টিন উড়ে গেছে। তা আর তিনি খুঁজে পাননি।

“এছাড়া আমার এলাকার অনেকের বাড়ির দেয়াল ভেঙে পড়েছে।”

এক সপ্তাহের মধ্যে ধান কাটা-মাড়াই শুরু করার উদ্যোগ নিয়েছিলেন কৃষকরা।

হঠাৎ ঝড়-বৃষ্টিতে তাদের জমির ধান সব মাটিতে শুয়ে পড়েছে। এতে তাদের অনেক ফসলহানি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।