কালবৈশাখীতে বগুড়ায় লাইনে গাছ: ৪০ মিনিট পর ছাড়ল ট্রেন

কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপরে গাছ পড়ে বগুড়ায় করতোয়া এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছিল প্রায় ৪০ মিনিট।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2022, 07:40 PM
Updated : 29 April 2022, 07:40 PM

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলার সোনাতলা উপজেলার চামুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, কালবৈশাখী ঝড়ে ট্রেন যোগাযোগ কিছুটা ব্যাহত হয়। পরে করতোয়া এক্সপ্রেস বগুড়া স্টেশন ছেড়ে গেছে।

সংশ্লিষ্টরা জানান, চামুড়পাড়া এলাকায় কালবৈশাখী ঝড়ে রেললাইনে তিনটি গাছ উপড়ে পড়ে। এজন্য সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস প্রায় ৪০ মিনিট সেখানে আটকা পড়ে থাকে।

গাছগুলো রেললাইন থেকে অপসারণ করা হলে রাত সাড়ে ১১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।