বাংলাবাজারে দুই লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে দুই লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2022, 01:40 PM
Updated : 29 April 2022, 01:40 PM

এমভি সাগর পাড় এবং এমএল দিপু-১ নামের লঞ্চ দুটিকে ১৫ হাজার টাকা করে এই জরিমানা করা হয় বলে মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান জানান।

রাকিবুল বলেন, শুক্রবার সকালে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বহন করে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে আসে এমএল দিপু-১ ও এমভি সাগর পাড়। আর যাতে কেউ অতিরিক্ত যাত্রী বহন করার সাহস না দেখায় সেজন্য তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।  শুক্রবার সকাল থেকে এ নৌপথের সব নৌযানে যাত্রীদের চাপ দেখা গেছে।

চাপ বাড়ার সুযোগে স্পিডবোটগুলো বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। দেড়শ টাকার ভাড়া দুইশ টাকা আদায় করা হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ।

তবে বিআইডব্লিটিএ বাংলাবাজার ঘাটের পরিদর্শক আখতার হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ আসছে। মাদারীপুরের বাংলাবাজার ঘাটে স্পিডবোটে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না।”

ঈদ উপলক্ষে ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাবসহ পর্যাপ্ত সংখ্যক আইন-শৃংখলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।