কুয়াকাটায় হোটেলের ৮০ শতাংশ বুকিং, প্রস্তুতি শেষ
সঞ্জয় কুমার দাস, পটুয়াখালী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2022 06:29 PM BdST Updated: 29 Apr 2022 06:49 PM BdST
ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হবে ‘সাগরকন্যা’ খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা; এর মধ্য দিয়ে মহামারীর মন্দা কাটিয়ে ব্যবসা-বাণিজ্য গতি পাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
পর্যটকরা এরই মধ্যে ৮০ শতাংশ কক্ষ বুকিং দিয়ে রেখেছেন বলে কুয়াকাটা পর্যটন হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা ও সেবা দিতে প্রস্তুতি নিয়েছে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর কর্তৃপক্ষ।
কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদ পরবর্তী সময়ে কুয়াকাটায় পর্যটকদের ভিড় বাড়বে এমন ধারণা মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি।”
এ জন্য বরিশালে অতিরিক্ত ট্যুরিস্ট পুলিশ চাওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের একটি দল সার্বক্ষণিক মাঠে থাকবে। চিকিৎসক দল, ফায়ার সাভির্স অ্যান্ড সিভিল ডিফেন্সের সদসরাও তৈরি রয়েছে বলে জানান কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি মো. আবদুল খালেক।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, করোনাভাইরাসের দুই বছরে কুয়াকাটায় ব্যবসা-বাণিজ্য একেবারে স্থবির হয়ে গিয়েছিল। শীত মৌসুমে কিছু পর্যটকের আনাগোনা ছিল। এবারের ঈদুল ফিতরের লম্বা ছুটিতে ৫০ হাজারেও বেশি পর্যটকদের আসবে এখানে।
সিকদার গ্রুপের কুয়াকাটা সিকদার রিসোর্স অ্যান্ড ভিলার ব্যাবস্থাপক (হিসাব ও প্রশাসন) মো. শাহিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের পরবর্তী তিন দিন আমাদের কটেজ এবং রুমগুলো পুরোপুরি বুকিং হয়ে গেছে। আগাম বুকিং দেখে মনে হচ্ছে ঈদ পরবর্তী সময়ে টানা ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড় হবে।”

কুয়াকাটা ভূঁইয়া মার্কেটের সভাপতি মো. নিজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহামারীর কারণে গত দুই বছর পর্যটকরা তেমন আসেননি। তবে এ বছর ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের ভিড় হবে বলে আশা করা যাচ্ছে।
কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার জানান, নিরাপত্তাসহ সবকিছু বিবেচনা করেই এবার ঈদের ছুটিতে আগত পর্যটকদের সেবা দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে।
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
-
মোটরসাইকেল চালুর দাবিতে পদ্মা সেতুর টোল প্লাজায় মানববন্ধন
-
যশোরের সীমান্তে ১৮ কেজি রুপার অলংকার আটক
-
পঞ্চগড়ে চাহিদার দেড় গুণ পশু, বিক্রি নিয়ে শঙ্কা
-
মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়ার পর মরল ১৪০০ হাঁস
-
ঝালকাঠির বিশখালিতে কচুয়া-বেতাগী ফেরি উদ্বোধন
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের