সাত বন্ধু সাভারের আবাসিক প্রকল্প জাহাঙ্গীরনগর সোসাইটি সংলগ্ন বিলে একটি ছোট নৌকায় করে ঘুরতে যান। এক পর্যায়ে নৌকা ডুবে হৃদয় মাহমুদ নিখোঁজ হন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার শাকচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাচারি বাড়ির এলাকা থেকে লাশটি উদ্ধার করেন তারা।
মৃত জিহাদ (৫) ওই ইউনিয়নের শাকচর গ্রামের রিকশাচালক জিয়া উদ্দিনের ছোট ছেলে।
ওসি বলেন, জিহাদের বাড়ির লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। শিশুটির বুকে ও গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। দুর্বৃত্তরা জিহাদকে হত্যা করে ফেলে গেছে বলে তার স্বজনরাও অভিযোগ করেছেন।
জিহাদের লাশ ময়নাতদন্তের জন্য হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেন পেলে মৃত্যুর কারণ বলা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।