জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১৮ মে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১৮ মে; চলবে ১৬ জুন পর্যন্ত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2022, 05:13 PM
Updated : 28 April 2022, 05:13 PM

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তিপরীক্ষা পরিচালনা কমিটির সচিব উপ-নিবন্ধক আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, আগামী ৩১ জুলাই থেকে ১১ অগাস্টের মধ্যে ভর্তিপরীক্ষার দিন ঠিক করা হতে পারে।

এবার ভর্তিপরীক্ষা পৃথক পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে। পাঁচ ইউনিটের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও ইনস্টিটিউট অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিকে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের আওতায় 'এ' ইউনিট, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ নিয়ে 'বি' ইউনিট, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটসহ কলা ও মানবিক অনুষদভুক্ত বিভাগগুলো নিয়ে 'সি' ইউনিট, জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো নিয়ে 'ডি' ইউনিট এবং বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে 'ই' ইউনিট গঠন করা হয়েছে।

সম্প্রতি ১০টি ইউনিট ভেঙে এই পাঁচ ইউনিট করা হয়।

পাঁচ ইউনিটের মধ্যে এ, বি, সি এবং ই ইউনিটের ভর্তি ফরমের মূল্য ধরা হয়েছে ৯০০ টাকা। ডি ইউনিটের ধরা হয়েছে ৬০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য মিলবে juniv-admission.org ওয়েব্সাইটে।