সোমেশ্বরীর চরের লজ্জাবতী বানরটি ছাড়া হলো গারো পাহাড়ে

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চর থেকে উদ্ধার হওয়া একটি লজ্জাবতী বানর স্থানীয় গারো পাহাড়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2022, 12:15 PM
Updated : 28 April 2022, 12:15 PM

বৃহস্পতিবার সকালে স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসীর  উপস্থিতিতে বানরটিকে গোপালপুর পাহাড়ে ছেড়ে দেয় বন বিভাগ।

দুর্গাপুর ইউনিয়নের ফারংপাড়া গ্রামের সোমেশ্বরী নদীর চর থেকে বুধবার রাতে বানরটি উদ্ধার করা হয়। 

স্থানীয়দের বরাত দিয়ে দুর্গাপুর উপজেলা বন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, বুধবার রাতে ১ নম্বর বালুমহালের ফারংপাড়া ঘাটে কাজে যাওয়ার সময় নদীর চরে বানরটিকে দেখতে পান

স্থানীয় আমিন খান। আমিন বানরটিকে প্রথমে তার বাসায় নিয়ে যান, পরে রাতে বন বিভাগে ফোন করে বিষয়টি জানান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বন বিভাগের লোকজন স্থানীয় গোপালপুর পাহাড়ে লজ্জাবতী বানরটিকে ছেড়ে দেন বলে সাইদুল জানান।

সাইদুল ইসলাম বলেন, দুর্গাপুর উপজেলাটি ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের সীমান্তবর্তী অঞ্চল। এখানে প্রায়ই বানর, অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এটিও খাবারের খোঁজে লোকালয়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।