ঝিনাইদহের সীমান্তে ৯টি সোনার বার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে নয়টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2022, 09:16 AM
Updated : 28 April 2022, 09:16 AM

বুধবার দুপুরে সীমান্তের শূন্য রেখা থেকে বাংলাদেশের ১০০ গজ ভেতরে পিপুলবাড়িয়া গ্রামে এই অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, বেনীপুর বিওপির একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালাচ্ছিল। পিপুলবাড়িয়া গ্রামের একটি মেহগনি বাগানে ব্যাগ হাতে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে ডাক দেন টহল দলের সদস্যরা।

“ওই সময় লোকটি ব্যাগ ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। পরে বিজিবি সদস্যরা ব্যাগের ভিতর থেকে ১ কেজি ৬৭৯ গ্রাম ওজনের নয়টি সোনার বার উদ্ধার করে।"

তিনি জানান, সোনার বারগুলোর বাজার মূল্য এক কোটি ১৬ লাখ ৬৬ হাজার টাকা। এগুলো পুলিশের সহায়তায় ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা করেছে বিজিবি।