কক্সবাজারে আইস-ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
কক্সবাজার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2022 02:00 PM BdST Updated: 28 Apr 2022 03:59 PM BdST
-
টেকনাফের নাফ নদীর সীমান্তে আইস ও ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটকের খবর জানিয়েছে বিজিবি।
উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ারদ্বীপ সীমান্তে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে এসব মাদক উদ্ধার করা হয় বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান।
আটকরা হলেন- টেকনাফের মোচনি ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আবুল কাশেমের ছেলে সিরাজুল ইসলাম (২৮) ও জাদিমুরা ২৬ নম্বর ক্যাম্পের মো. ফারুক আহমেদের ছেলে সৈয়দ সালাম (৩৮)।
কর্নেল খালিদ বলেন, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবি ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় তারা নাফ নদীর জালিয়ারদ্বীপের পাশে কাঠের নৌকা নিয়ে এক ব্যক্তিকে এবং মিয়ানমার দিক থেকে সন্দেহজনক আরেক ব্যক্তিকে নাফ নদীতে সাঁতরে আসতে দেখেন।
পরে সাঁতরিয়ে আসা ব্যক্তিটি নৌকায় থাকা ব্যক্তিকে একটি বস্তা হস্তান্তর করেন। এ সময় বিজিবির সদস্যরা স্পিডবোট নিয়ে গিয়ে দুইজনকে ঘিরে ফেলে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক ও বস্তাটি জব্দ করা হয়।
বিজিবির এ কর্মকর্তার ভাষ্য, জব্দ করা ওই বস্তায় তল্লাশি চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেন তারা।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে বলে জানায় বিজিবি।
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কুমিল্লায় কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা
-
রূপগঞ্জে ২ স্কুলছাত্রীকে পিটুনি: শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি
-
বিলাইছড়ি হত্যাকাণ্ড: পাড়াছাড়া মানুষদের নিরাপত্তা দাবি, হুমকির অভিযোগ
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে