চা শ্রমিকরা তাদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে কর্মবিরতি পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। কিন্তু ঈদকে সামনে রেখে ঘুরমুখোদের গাড়ির চাপে ঘাট এলাকায় জট তৈরি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপও বাড়ছে; তবে বড় গাড়ির তেমন চাপ নেই।
অনেকে বাসে করে ভেঙে ভেঙে ঘাটে এসেছেন, অনেকে প্রাইভেট গাড়িতে ঘাট পর্যন্ত নিশ্চিন্তে এলেও ফেরি পার হতে গিয়ে আটকা পড়েছেন জটে।
বেলা ১১টার দিকে মনির আহমেদ নামের এক প্রাইভেটকার যাত্রী বলেন, “স্ত্রী সন্তানসহ ফরিদপুর যাচ্ছি। পাটুরিয়া ঘাট এলাকায় এসে জ্যামে আটকে আছি।”
যানজট পরিস্থিতি নিয়ে কথা বলতে চাইলে ৫ নম্বর ফেরিঘাট এলাকায় দায়িত্বে থাকা এসআই মোস্তাফিজুর রহমান বলেন, “ঘাট এলাকায় যানজট নেই। অল্প কিছু ছোট গাড়ি; এগুলো যানযট না।”