কক্সবাজারে অস্ত্রসহ ‘৫ ডাকাত’ গ্রেপ্তার

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় দেশে তৈরি অস্ত্র ও গুলিসহ পাঁচ ব্যক্তি আটক হয়েছেন, যাদের ডাকাতদলের সদস্য বলছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2022, 02:59 PM
Updated : 27 April 2022, 04:00 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হাসের ঘোনায় এই অভিযান চালানো হয়।

বুধবার র‌্যাব-৭ চট্টগ্রাম ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এম এ ইউছুপ।

গ্রেপ্তাররা হলেন কালা মিয়ার ছেলে রবি উল্লাহ ওরফে রবি ডাকাত (৪০), মো. মুজাফ্ফরের ছেলে নেছার উদ্দিন (৩৮), মো. ইন্নামিন ওরফে ইবনে আমিনের ছেলে মো. জসিম উদ্দিন (৩০), মো. এলাহদাদের ছেলে মো. এয়ার খাঁন (৩০) ও বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ রিফাত (২০)।

তারা সবাই কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের বাসিন্দা।

তাদের মধ্যে রবি উল্লাহ একজন ‘চিহ্নিত ডাকাত ও দলের প্রধান’ বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব অধিনায়ক ইউছুপ বলেন, “রবি ‍উল্লাহর নামে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে। সে নিজের নামে একটি বাহিনী বানিয়ে উপকূলীয় এলাকা ও সাগরে জলদস্যুতা করে। অন্যরা ওই বাহিনীর সক্রিয় সদস্য।”

গ্রেপ্তার অভিযানের বিবরণে ইউছুপ বলেন, মঙ্গলবার দুপুরে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের হাসের ঘোনার একটি লবণ মাঠে একটি দল সশস্ত্র অবস্থান করছে খবরে র‌্যাব অভিযান চালায়। মাঠটি ঘিরে ফেললে ৭/৮ জন দৌড়ে পালানোর চেষ্টা করে; পরে ধাওয়া করে পাঁচ জনকে আটক করা হয়।

আটকদের থেকে দেশে তৈরি সাতটি বন্দুক, ১৯টি গুলি ও দুটি কিরিচ ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে তিনি জানান।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, আটকরা চিহ্নিত ডাকাতদল ‘রবি উল্লাহ বাহিনীর’ সক্রিয় সদস্য। তারা উপকূলীয় এলাকায় মাঠের লবণ ও ঘেরের মাছ লুট, ঘের দখল, ছিনতাই, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

রবি উল্লাহর বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে; আটকদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও ইউছুপ জানান।