বড় ভাই সেজে হাই কোর্টে জামিন নেওয়া সেই ছোট ভাই গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2022 04:10 PM BdST Updated: 27 Apr 2022 04:10 PM BdST
কক্সবাজারের রামু উপজেলার একটি মানবপাচার মামলার আসামি বড় ভাই আলাউদ্দিনের পরিচয় দিয়ে হাই কোর্ট থেকে জামিন পাওয়া সেই ছোট ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার ভোরে মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকায় আত্মগোপনে থাকা এই কিশোরকে (১৫) গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে উপ-অধিনায়ক মেজর মঞ্জুরুল মেহেদী ইসলাম জানান।
দুপুরে ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কিশোরের বড় ভাই আলাউদ্দিন (২৫) বর্তমানে একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে আছেন। তাদের বাড়ি রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের একটি গ্রামে।
২০১৯ সালের অক্টোবরে কিশোর যখন তার বড় ভাইয়ের হয়ে জামিনের জন্য হাই কোর্টে দাঁড়িয়েছিল তখন তার বয়স ছিল ১২ বছর। শিশু বিবেচনায় নিয়ে আদালত তাকে জামিনও দেয়।
মেজর মঞ্জুর মেহেদী ইসলাম বলেন, ২০১৮ সালের ২৯ অক্টোবর ভুক্তভোগী নুরুল ইসলাম বাদী হয়ে আলাউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে একটি মানবপাচার মামলা করেন। আদালত আলাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এক বছর পর ২০১৯ সালের ২৮ অক্টোবর আলাউদ্দিন সেজে ওই কিশোর হাই কোর্টের একটি বেঞ্চে জামিন আবেদন করে। আদালত তাকে জামিন দেয়। এ নিয়ে তখন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জামিন পাওয়ার পর আলাউদ্দিন তার সঙ্গীদের নিয়ে ২০২১ সালের ২৩ এপ্রিল মামলার বাদী নুরুল ইসলাম, চাকমারকূল ইউনিয়নের পশ্চিম শাহ আহমদ পাড়ার মোহাম্মদ রফিকের ওপর হামলা চালায়। এতে হামলাকারীদের ছুরিকাঘাতে রফিক গুরুতর আহত হয়।
এরপর রফিক বাদী হয়ে আলাউদ্দিনসহ জড়িতদের বিরুদ্ধে রামু থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মাসখানেক আগে সেই মামলায় আলাউদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তিনি বর্তমানে কক্সবাজার কারাগারে রয়েছেন।
এরপরই আলাউদ্দিনের ছোটভাই ওই কিশোর আত্মগোপনে চলে যায়। তার ওপর নজরদারি চলছিল। ভোরে থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কুমিল্লায় কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা
-
ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনার ভাঙন, বিলীন ‘২৫’ ঘর-বাড়ি
-
রূপগঞ্জে ২ স্কুলছাত্রীকে পিটুনি: শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে