গাইবান্ধায় হাটে সবজি বিক্রি করতে এসে বাসচাপায় নিহত ৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2022, 05:49 AM
Updated : 27 April 2022, 05:49 AM

বুধবার সকাল সোয়া ৮টায় রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুরের বিটিসি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রূপ কুমার জানান।

নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার মধ্য চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে তাজু মিয়া (২৫), একই এলাকার দুলা মাস্টারের ছেলে সবুজ মিয়া (৩০) এবং পলাশবাড়ী উপজেলার দাড়িয়াপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে ভ্যানচালক সোহেল মিয়া (৩৫)।

পরিদর্শক বলেন, তাজু ও সবুজ নিজেদের ক্ষেতের সবজি বিক্রির জন্য সোহেলের অটোভ্যানে করে বাজারে নিয়ে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন। সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপ কুমার বলেন, মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।