ভাতের দোকানির সঙ্গে মারামারিতে মারা যান ওই সিগারেট বিক্রেতা।
মঙ্গলবার রাতে উপজেলার শাহপরীর দ্বীপ কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয় বলে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানান।
আটকরা হলেন- উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনাপাড়া এলাকার তছলিমা আক্তার (২৪) ও একই ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ আলম (২৪)।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় কোনাপাড়ার মনির আহমদের বাড়ি থেকে এক লাখ ইয়াবা ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন মাদক কারবারী পালিয়ে যায়।
এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।