ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত এসআই গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে অবসরে যাওয়া সাজাপ্রাপ্ত এক এসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2022, 11:25 AM
Updated : 26 April 2022, 11:25 AM

এক বছরের কারাদণ্ডসহ ২০ লাখ টাকা জরিমানা করে গত বছর ১০ নভেম্বর আদালত তার বিরুদ্ধে রায় দেয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান (৬৫) ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার রমিজ উদ্দীর ছেলে।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ২০২০ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার হোসেন আলীর ছেলে ইয়াসিন আলী আদালতে মামলা করেন আব্দুল মান্নানের বিরুদ্ধে। ঠাকুরগাঁওয়ের যুগ্ম দায়রা জজ আদালতে চেক জালিয়াতির মামলা করেন তিনি। মান্নান আর্মড পুলিশের এসআই পদে চাকরি করতেন। অবসরে যাওয়ার পর তার বিরুদ্ধে এই মামলা হয়।

ওসি বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে গত ১০ নভেম্বর আব্দুল মান্নানকে এক বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করে আদালত। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের পরোয়ানা ঠাকুরগাঁও থানায় আসার পর পুলিশ তাকে ধরার চেষ্টা শুরু করে।

গোপন খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মান্নানকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি তানভিরুল ইসলাম।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে আদালতের মাধ্যমে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগরে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।