ফেলে যাওয়া পৌনে ২ লাখ টাকা ফিরিয়ে দিলেন ভ্যানচালক

ঝিনাইদহের শৈলকুপায় এক ব্যক্তির ফেলে যাওয়া পৌনে দুই লাখের বেশি টাকাভরতি ব্যাগ মালিককে ফিরিয়ে দিয়েছেন এক ভ্যানচালক।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2022, 04:00 PM
Updated : 25 April 2022, 04:00 PM

সোমবার দুপুরে শৈলকুপা উপজেলা শহরে এ ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, হাফেজ মাওলানা মুফতি আশরাফ আলী ফারুকী নামে এক কলেজশিক্ষক শৈলকুপা শাখা রূপালী ব্যাংক থেকে টাকা তুলে আনোয়ার হোসেনের ভ্যানযোগে কবিরপুর যাচ্ছিলেন।

“সোনালী ব্যাংকের সামনে এসে তিনি ভ্যান থেকে নেমে যান; কিন্তু টাকাভরতি ব্যাগটি ভ্যানের উপর রয়ে যায়।”

ওসি জানান, ভ্যানচালক আনোয়ার হোসেন বাড়িতে গিয়ে ব্যাগটি পান এবং সেটি খুলে এক লাখ ৭৭ হাজার ৫০০ টাকা পান। এরপর তিনি শহরে এসে টাকার মালিককে খুঁজতে থাকেন।

“তাকে না পেয়ে তিনি শৈলকুপা থানায় গিয়ে হাজির হন ও টাকার ব্যগটি আমার হাতে তুলে দেন। এদিকে টাকার মালিকও থানায় মামলা দিতে উপস্থিত হন।”

ভ্যানচালক আনোয়ার হোসেন বলেন, এ টাকার মালিক তিনি নন। মালিককে খুঁজে টাকা ফিরিয়ে দিতে অনুরোধ করেন।

ব্যাগের মালিক মুফতি আশরাফ আলী ফারুকী বলেন, থানার ওসি সাহেব টাকাভরতি ব্যাগটি তার হাতে তুলে দিয়েছেন। একজন দরিদ্র ভ্যানচালকের সততায় তিনি মুগ্ধ হয়েছেন। ভ্যান চালককে তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন।