সোমবার দুপুরে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ছয় কিলোমিটার এলাকা পর্যন্ত বাস ও ট্রাকের সারি দেখা গেছে।
ঘণ্টার পর ঘণ্টা ধরে পারের অপেক্ষায় থাকা চালক ও যাত্রীরা ফেরি সঙ্কটের অভিযোগ করলে বিআইডব্লিউটিসি বলছে, পণ্যবাহী ট্রাকের চাপেই যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
যাত্রী ও চালকরা জানান, প্রতিটা যানবাহনকে ফেরিতে উঠার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। প্রচণ্ড গরমে তারা ভোগান্তির শিকার হচ্ছেন।
গোল্ডেন লাইনের যাত্রী রফিকুল ইসলাম বলেন, “সকাল ৬টায় দৌলতদিয়া ফেরি ঘাট থেকে পাঁচ কিলোমিটার দূরে আটকা পড়ি। একটু একটু করে এগোতে এগোতে সাড়ে ১১টায় ঘাট থেকে দুই কিলোমিটার দূরে এসেছি। এখান থেকে ফেরিতে উঠতে আরও দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষায় থাকতে হবে।”
সাতক্ষীরা থেকে আসা ট্রাকচালক মহিউদ্দিন বলেন, “রোববার সন্ধ্যায় ঘাটে এসেছি। এখন সোমবার দুপুর ১২টা বাজতাছে। এখনও ফেরিতে উঠতে পারি নাই। খুবই কষ্ট হচ্ছে সারারাত ঘুমাতে পারি নাই। কখন ফেরিতে উঠবো সেটাও জানি না।”
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ঈদকে কেন্দ্র করে কয়েকদিন স্বাভাবিক পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। এ কারণে এই মুহূর্তে ট্রাকের চাপ রয়েছে। যে কারণে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে।