নারায়ণগঞ্জে ‘স্থান নিয়ে দ্বিধার’ কারণে হয়নি ধর্ষণ মামলা

নারায়ণগঞ্জে এক কিশোরীকে ‘ধর্ষণের’ অভিযোগের দুদিন পরও মামলা না নেয়নি থানা। ঘটনাস্থল নির্ধারিত না হওয়ায় মামলা হয়নি বলে পুলিশের ভাষ্য।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2022, 05:40 PM
Updated : 24 April 2022, 05:44 PM

শুক্রবার রাতে এ ঘটনা রূপগঞ্জ থানা নাকি আড়াইহাজার থানায় ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে আড়াইহাজার থানার ওসি মো. আনিচুর রহমান মোল্লা জানান।

এই ঘটনায় মেয়েটি অভিযোগ দিলেও আড়াইহাজার থানা তা রেকর্ড করেনি।

অভিযোগে বলা হয়, ওই কিশোরী তার কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে আড়াইহাজার থানা এলাকার তিন যুবক সিএনজিচালিত অটোরিকশায় তুলে ঝাউগড়া গ্রামে নিয়ে যায়।

সেখানে একটি বাড়িতে আটকে রেখে দুই বন্ধুর সহযোগিতায় একজন তাকে ধর্ষণ করে। পরে অপর দুই জন ধর্ষণের চেষ্টা চালালে কৌশলে মেয়েটি পালিয়ে যান। পরে পরিবারের কাছে ঘটনাটি জানান এবং শনিবার ওই কিশোরী আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে আরও বলা হয়, অভিযোগ পেয়ে রাতেই আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। কিন্তু থানায় ফিরে পুলিশ মামলাটি রেকর্ড করেনি।

ওসি আনিচুর রহমান বলেন, ঘটনাস্থল রূপগঞ্জ নাকি আড়াইহাজার থানায় এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।