ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভোলার সেই ‘হ্যাকার’ বাপন দাসের ৮ বছর সাজা
বরিশাল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2022 07:06 PM BdST Updated: 24 Apr 2022 07:34 PM BdST
ভোলার বোরহানউদ্দীন উপজেলায় তিন বছর আগে অন্যের ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর’ মামলায় আসামি বাপন দাসকে আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক রোববার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ইসতাক আহমেদ রুবেল জানান।
তিনি বলেন, আসামিকে তিনটি ধারায় কারাদণ্ড দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ৩৪ ধারায় হ্যাকিংয়ের অপরাধে আট বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড; ২৮/১ ধারায় দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং ৩১/১ ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে, ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সবগুলো ধারার সাজা একই সঙ্গে কার্যকর হবে। ফলে বাপনকে সব মিলিয়ে আট বছরই সাজা খাটতে হবে।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৮ অক্টোবর বোরহানউদ্দীনে বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের ফেইসবুক আইডি থেকে ইসলাম অবমাননাকর পোস্ট দেওয়া হয়। শুভ ওই দিনই তার ফেইসবুক আইডি হ্যাকারের কবলে পড়ার কথা জানিয়ে বোরহানউদ্দীন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ২০ অক্টোবর বোরহানউদ্দীন ঈদগাহ মাঠে বিক্ষোভ হয় ‘তৌহিদী জনতার’ ব্যানারে। ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তথ্য প্রযুক্তির সহায়তায় ২০২০ সালের ২৬ জানুয়ারি বাপন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
২০২১ সালের ১ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ১১ জন সাক্ষ্য দেন।
ওই ঘটনায় বোরহানউদ্দীন থানায় দায়ের হওয়া আরও দুটি মামলা বিচারাধীন বলে জানিয়েছেন আইনজীবী ইসতাক আহমেদ।
আরও পড়ুন:
ফেইসবুকে কটূক্তির অভিযোগ, যুবক নিজেই গেল থানায়
বোরহানউদ্দিন রণক্ষেত্র, নিহত ৪, নেমেছে বিজিবি
বোরহানউদ্দিনে সমাবেশে সায় ছিল পুলিশের, ছিল না প্রস্তুতি
সংঘর্ষের পর রক্ষা পায়নি বোরহানউদ্দিনের হিন্দু পল্লী
ভোলায় মন্দিরে হামলার ঘটনায় মামলা
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের জামিন নামঞ্জুর
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
-
মোটরসাইকেল চালুর দাবিতে পদ্মা সেতুর টোল প্লাজায় মানববন্ধন
-
যশোরের সীমান্তে ১৮ কেজি রুপার অলংকার আটক
-
পঞ্চগড়ে চাহিদার দেড় গুণ পশু, বিক্রি নিয়ে শঙ্কা
-
মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়ার পর মরল ১৪০০ হাঁস
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ