মাগুরায় শিক্ষক নিয়োগের ‘প্রশ্ন ফাঁস’, ছাত্রলীগ নেতা আটক

মাগুরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পুলিশ এক ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে আটক করেছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2022, 01:10 PM
Updated : 22 April 2022, 01:10 PM

শুক্রবার দুপুরে জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয় বলে মাগুরার ডিসি আশরাফুল আলম জানান।

ফাইল ছবি

আটককৃতরা হলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম ফয়সাল রাব্বি, মাগুরা  শহরের ইফতেখার ইসলাম, মহম্মদপুর উপজেলার শাহানা বেগম, তিন পরীক্ষার্থী সদর উপজেলার তারানা আফরোজ, মহম্মদপুরের সোহেল রানা ও ইসমত আরা ঝর্না।

ডিসি বলেন, “শুক্রবার মাগুরা পলিকেটনিক ইনস্টিটিউট ও শহরের এজি একাডেমি কেন্দ্রে পরীক্ষা চলার সময় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা টের পান দায়িত্বরত শিক্ষক ও ম্যাজিস্ট্রেট। সে সময় তারানা আফরোজ, সোহেল রানা ও ইসমত আরা ঝর্না নামে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়।”

আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করেলে তারা তাদের সহায়তাকারী হিসেবে ফাহিম ফয়সাল রাব্বি, ইফতেখার ইসলাম ও শাহানা বেগমের নাম প্রকাশ করেন। পরে পুলিশ তাদের আটক করে। তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ডিসি আশরাফুল আলম।