সুনামগঞ্জে অর্ধেক ধান গোলায় উঠেছে: কৃষি বিভাগ
সুনামগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2022 01:26 PM BdST Updated: 22 Apr 2022 01:27 PM BdST
পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি ও ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষার লড়াইয়ের মধ্যেই সুনামগঞ্জের হাওরে দ্রুত গতিতে ধান কাটছে কৃষক; যদিও কিছু স্থানে ফসল ডুবছেও।
সুনামগঞ্জ জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় হাওরের ভেতরে মোট ১ লাখ ৬৫ হাজার ২৩০ হেক্টর জমিতে বোরো ফসল আবাদ হয়েছে। এর মধ্যে মোট ৫ হাজার ৬৩৫ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কৃষি বিভাগের এই তথ্যের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছে কৃষক সংগঠন-‘হাওর বাঁচাও আন্দোলন’ ও স্থানীয় জনপ্রতিনিধি। তাদের দাবি, কৃষি বিভাগের দেওয়া তথ্যে গড়মিল আছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, জেলায় মোট ২ লাখ ২২ হাজার ৫০৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরের ভেতরে আবাদ হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৩০ হেক্টর জমিতে। আর হাওরের বাইরে আবাদ হয়েছে ৫৭ হাজার ৫৭৫ হেক্টর জমিতে।

উপজেলায় কর্তনের পরিমাণ উল্লেখ করে তিনি বলেন, সুনামগঞ্জ সদর উপজেলায় ৫ হাজার ৩৭৫ হেক্টর, শান্তিগঞ্জ উপজেলায় ১০ হাজার ৬২৩ হেক্টর, দোয়ারাবাজার উপজেলায় ২ হাজার ৭৯৩ হেক্টর, বিশ্বম্ভরপুর উপজেলায় ৫ হাজার ৮৩৫ হেক্টর, জগন্নাথপুর উপজেলায় ৮ হাজার ৬৯৭ হেক্টর, জামালগঞ্জে ৮ হাজার ৫৩৯ হেক্টর, তহিরপুরে ৬ হাজার ৪১১ হেক্টর, ধর্মপাশায় ১৫ হাজার ১০২ হেক্টর, ছাতকে ১ হাজার ৭২৬ হেক্টর, দিরাইয়ে ১৪ হাজার ৩৫৭ হেক্টর ও শাল্লায় ১৩ হাজার ৫৪৯ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে।

পুরোদমে ধান পাকতে আরও এক সপ্তাহের বেশি সময় লাগবে বলে জানিয়েছেন হাওরের একাধিক কৃষক। তবে তবে বৈরি প্রকৃতির কারণে অকাল বন্যার ভয়ে ক্ষেতের আধাপাকা ধান কাটতে দেখা গেছে অনেক কৃষককে।

শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের সলফ গ্রামের কৃষক জুনায়েদ মিয়া বলেন, “আমরার মাসিং নদীতে পানি শুধু বাড়ছে। নদীর দুই তীর ছুঁই ছুঁই করছে। আমি সাত কেদার জমিতে আবাদ করেছিলাম। কেটেছি মাত্র তিন কেদার জমির ধান। এখন পানির ভয়ে সেই জমিও কাটার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু পর্যাপ্ত শ্রমিক পাচ্ছি না।”

শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, দিনের গতি প্রকৃতি ও নদীর ফুলে ওঠা দেখে পুরোপুরি পাকার আগেই কাঁচা ধান কাটছেন কৃষক। আমাদের এলাকায় সব মিলিয়ে ৪০ ভাগ জমির ধান কাটা হয়েছে। এই সপ্তাহ ভাল থাকলে এবং ঝূঁকিপূর্ণ বাঁধগুলো টিকে থাকলে হাওরের অবশিষ্ট ফসল কাটতে সক্ষম হবেন কৃষক।

তিনি বলেন, বৈরি প্রকৃতির কারণে কৃষক ফসলের মায়ায় সবাইকে নিয়ে মাঠে নেমেছেন ধান কাটতে। তাছাড়া সরকারিভাবে ৪৩৫টি কম্বাইন হার্ভেস্টর, ১০৮টি রিপার যন্ত্র দ্রুত গতিতে ধান কাটতে সহায়তা করেছে। এর সঙ্গে বাইরের জেলার প্রায় ২০ হাজার শ্রমিক এবং জেলার পোনে তিন লাখ শ্রমিকসহ কৃষকরাও ক্ষেতে নেমে ধান কাটছেন।
আরও পড়ুন:
‘অপুষ্ট’ ধান নিয়ে বিপাকে কিশোরগঞ্জের ক্রেতা-বিক্রেতা
নেত্রকোণায় ৬৮ শতাংশ ধান গোলায়, বাঁধ রক্ষার চেষ্টা
বাঁধ রক্ষার চেষ্টা ব্যর্থ, গুরমার হাওর দিয়ে ঢুকছে পানি
বাঁধ ভেঙে পানি ঢুকেছে হোরামন্দিরা হাওরে
হাওরে ডুবেছে ‘বোরো’, কৃষকের কপালে ভাঁজ
হাওরের ফসল রক্ষা বাঁধে অনিয়মের অভিযোগ
হাওর: কেমন হলো ফসল রক্ষা বাঁধের কাজ
নদীতে ঢল, ঝুঁকিতে বাঁধ, চিন্তায় হাওরের কৃষক
কিশোরগঞ্জের নিম্নাঞ্চলে পানি, মূল হাওর এখনও ‘অক্ষত’
নদীতে ঢল, ঝুঁকিতে বাঁধ, চিন্তায় হাওরের কৃষক
নজরদারিতে হাওরের বাঁধ, স্বেচ্ছাশ্রমে কাজ
কিশোরগঞ্জে পানি বাড়ছে, ৮০ শতাংশ পাকলেই ধান কাটার নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ায় তলিয়েছে ‘২০০ হেক্টর’ জমি, ৩০ শতাংশ ধান কর্তন
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
-
প্রধানমন্ত্রী পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া আসবেন সোমবার
-
‘কালো রংবাজ’, ‘বিন্দাস’, ‘মানিক বাহাদুর’ যাবে হাটে
-
গোপালগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড