কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ ১ মে থেকে

মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ ধরা বন্ধ হচ্ছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2022, 08:43 AM
Updated : 21 April 2022, 08:43 AM

আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে রাঙামাটির প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান।

তিনি বলেন, এই তিনমাস সময়কালে হ্রদে কার্প জাতীয় নানান মাছের পোনা অবমুক্ত করে থাকে হ্রদটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। তাই হ্রদে অবমুক্ত করা পোনার বৃদ্ধি ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্যসম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়।

একই সময়ে হ্রদের উপর নির্ভরশীল প্রায় বাইশ হাজার জেলেকে সরকার খাদ্য সহায়তা দিয়ে থাকে বলে জানান তিনি।

বিএফডিসি’র রাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, “বরাবরের মতই এবারও আমরা তিন মাসের জন্য মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই বন্ধকালীন সময়ে আমরা হ্রদে কার্পজাতীয় মাছের পোনা ছাড়ব।”