বরিশালে ঝড়ে ঘরচাপায় শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় কালবৈশাখীতে ঘরচাপায় শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2022, 05:35 PM
Updated : 20 April 2022, 05:35 PM

উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুরিয়া গ্রামে বুধবার বিকেলে এই ঝড় হয় বলে মেহেন্দীগঞ্জের ইউএনও মো. নুরুন্নবী জানান।

নিহতরা হলেন ওই গ্রামের রুস্তম আলী হাওলাদার (৬০) ও তার ছেলের স্ত্রী জয়নব বিবি (৪০)।

ইউএনও জানান, গাগুরিয়া গ্রামটি নদীবেষ্টিত। বিকেল ৫টার দিকে হঠাৎ কালবৈশাখী শুরু হয়৷ মাত্র ১০ মিনিটের তাণ্ডবে ১০-১৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ঘর চাপা পড়ে রুস্তম ও জয়নব মারা যান।

রুস্তম আলীর পরিবার উপেজলার শ্রীপুর ইউনিয়নের মিয়ারচরে বাস করত। নদী ভাঙনে ওই এলাকা বিলীন হলে কিছুদিন আগে পরিবারটি গাগুরিয়া গ্রামে বসবাস শুরু করে।

সেখানেই ঘরচাপায় তারা মারা যান বলে জানান ইউএনও নুরুন্নবী।