নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ যুবকের মৃত্যু, স্ত্রী আশঙ্কাজনক

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ হয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ এক যুবক চার দিন পর মারা গেছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2022, 02:44 PM
Updated : 20 April 2022, 02:44 PM

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ফতুল্লা থানার পরিদর্শক তরিকুল ইসলাম জানান।

নিহত নুরুল আমিন (৩০) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ওয়াজেদ আলীর ছেলে।

নুরুল আমিন স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জের দাপা ইদ্রাকপুরে রূপচান বেপারী বাড়িতে ভাড়ায় থাকতেন এবং রূপচানের বালু কাটার ব্যবসায়ের শ্রমিক ছিলেন।

পরিদর্শক তরিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপচান বেপারীর ভবনের দ্বিতীয় তলায় তিতাস গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নুরুল আমিন ও তার স্ত্রী আর্জিনা বেগম দগ্ধ হন। খবর পেয়ে বিসিক ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

পরে স্থানীয়রা তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করায়।

তরিকুল জানান, আর্জিনা বেগম আইসিইউতে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।