যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হত্যা, প্রাণদণ্ড স্বামীর

পিরোজপুরে মঠবাড়িয়ায় যৌতুকের দাবিতে এক নারীকে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2022, 10:01 AM
Updated : 18 April 2022, 10:01 AM

সোমবার পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত কামাল হাওলাদার (৪৫) জেলার মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।

প্রতীকী ছবি

মৃতুদণ্ডের পাশাপাশি আসামিকে আরও এক লাখ টাকা জরিমানা এবং ওই অর্থ নিহতের পরিবারকে প্রদানের নির্দেশ দিয়েছেন বিচারক।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক খান বালেন, যৌতুক দিতে রাজি না হওয়ায় ২০১২ সালের ২২ জুলাই বাড়ি ভেতরে স্ত্রী শাহীনুর বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন কামাল।

এ ঘটনায় শাহীনুরের মামা মো. ছগির শরীফ বাদী হয়ে কামালসহ তার পরিবারের ছয়জনের নাম উল্লেখ করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনকেই আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলা চলাকালীন এক আসামি মারা যান এবং বাকি চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত।