ময়মনসিংহে সড়কে ইউপি সদস্যের লাশ, পরিবার বলছে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2022 11:47 AM BdST Updated: 17 Apr 2022 12:22 PM BdST
ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক থেকে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
সুরুজ আলী সূর্যির নামের ওই ইউপি সদস্যকে হত্যা করা হয়েছে বলে তার স্বজনদের অভিযোগ। তবে পুলিশ বলছে, সুরুজের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।
৪২ বছর বয়সী সুরুজ মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। উপজেলার গাবতলী বাজার প্রধান সড়কের পাশ থেকে শনিবার রাত দেড়টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “ঘটনাস্থলে সুরুজের মোটরসাইকেল দোমড়ানো-মোচড়ানো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে ট্রাক চাপা দিয়েছে।”
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।
নিহতের বড় ভাই মো. শাহজাহান বলেন, ইউনিয়ন নির্বাচনের আগে থেকেই সাবেক মেম্বার সুলতান মিয়ার সঙ্গে সুরুজের বিরোধ চলছিল। এছাড়া এলাকাতেও আমাদের আরও অনেক বিরোধী লোক রয়েছে। আমাদের মনে হচ্ছে পরিকল্পিত ভাবে হত্যার ঘটনা ঘটানো হতে পারে। আমরা চাই সঠিক তদন্ত করা হোক।
এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, সুরুজের সঙ্গে কারো বিরোধের বিষয়ে তার জানা নেই।
আর সুলতান মিয়াকে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
বিরোধকে কেন্দ্র করেই সরুজকে হত্যা করা হয়েছে বলে ঘোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ আহম্মেদের ধারণা।
তার দাবি, সঠিকভাবে তদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।
-
খুলনা-ঢাকা রুটের ট্রেনে যাত্রী কমেছে, ঈদে নেই বিশেষ ট্রেন
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কর্তন
-
উৎপলের ভাইদের এখন আশুলিয়ায় ফিরতেও ভয়
-
খুলে গেল নলকা সেতুর দ্বিতীয় লেইনও
-
দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ লাখ টাকা চুরি
-
পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে এবার পিকআপের ধাক্কা
-
আশুলিয়ায় পোশাকশ্রমিককে ‘রড দিয়ে পিটিয়ে হত্যা’
-
ফরিদপুরে ‘স্বামীকে বেঁধে ইউপি সদস্যকে দলবেঁধে ধর্ষণ’
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার