ময়মনসিংহে সড়কে ইউপি সদস্যের লাশ, পরিবার বলছে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক থেকে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2022, 05:47 AM
Updated : 17 April 2022, 06:22 AM

সুরুজ আলী সূর্যির নামের ওই ইউপি সদস্যকে হত্যা করা হয়েছে বলে তার স্বজনদের অভিযোগ। তবে পুলিশ বলছে, সুরুজের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।

৪২ বছর বয়সী সুরুজ মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। উপজেলার গাবতলী বাজার প্রধান সড়কের পাশ থেকে শনিবার রাত দেড়টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “ঘটনাস্থলে সুরুজের মোটরসাইকেল দোমড়ানো-মোচড়ানো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে ট্রাক চাপা দিয়েছে।”

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।

নিহতের বড় ভাই মো. শাহজাহান বলেন, ইউনিয়ন নির্বাচনের আগে থেকেই সাবেক মেম্বার সুলতান মিয়ার সঙ্গে সুরুজের বিরোধ চলছিল। এছাড়া এলাকাতেও আমাদের আরও অনেক বিরোধী লোক রয়েছে। আমাদের মনে হচ্ছে পরিকল্পিত ভাবে হত্যার ঘটনা ঘটানো হতে পারে। আমরা চাই সঠিক তদন্ত করা হোক।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, সুরুজের সঙ্গে কারো বিরোধের বিষয়ে তার জানা নেই।

আর সুলতান মিয়াকে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

বিরোধকে কেন্দ্র করেই সরুজকে হত্যা করা হয়েছে বলে ঘোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ আহম্মেদের ধারণা।

তার দাবি, সঠিকভাবে তদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।