ফেনীতে শিশুকে ‘যৌন নির্যাতন’, পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

ফেনীতে ১১ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2022, 04:25 AM
Updated : 15 April 2022, 04:40 AM

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, ছেলেটির মায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার বিকালে কনস্টেবল মোহাম্মদ ইউনুসকে গ্রেপ্তার দেখানোর পর রাতেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

গ্রেপ্তার ইউনুস ফেনী মডেল থানার গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার বরাতে ওসি বলেন, ছেলেটি শহরের একটি দোকানে চাকরি করে। গত বছরের ২৩ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে শহরের রামপুর এলাকায় বাড়ি ফিরছিল সে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে তার গতিরোধ করে অবৈধ মালামাল রাখার অভিযোগে তাকে আটক করে ইউনুস।

পরে ইউনুস একই এলাকার ‘নাইট হোল্ড’ নামের আবাসিক একটি হোটেলে ছেলেটিকে নিয়ে যায় এবং ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন নির্যাতন করে। পরের দিনও একই অভিযোগ তুলে আবার ওই কিশোরকে আটক করে নির্জন স্থানে নিয়ে থানার গাড়িতে যৌন নির্যাতন করেন ইউনুস।

সবশেষ চলতি বছরের ৫ মার্চ ছেলেটিকে নতুন একটি মোবাইল ফোন উপহার দেওয়ার লোভ দেখিয়ে ইউনুস তাকে তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী নিয়ে যায়।

সেখানে বাড়ির একটি ঘরে আটকে রেখে ইউনুস ছেলেটিকে একাধিকবার যৌন নির্যাতন করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

ওসি বলেন, ঘটনাটি ছেলটির মা জানতে পারলে বৃহস্পতিবার তিনি বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। গ্রেপ্তার ইউনুসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।