মুন্সীগঞ্জে ঘাটের আধিপত্য নিয়ে কাউন্সিলরের ছেলে খুন

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে ঘাটের আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2022, 10:05 AM
Updated : 13 April 2022, 10:05 AM

বুধবার দুপুরে মিরকাদিমের কাঠপট্টি লঞ্চঘাটে এ ঘটনা ঘটে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন খান জানান।

নিহত ঝলক (২২) সরকারি হরগঙ্গা কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরকাদিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. লিটনের ছেলে।

ওসি বলেন, “কাঠপট্টি ঘাটে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় জিল্লুর রহমান ও লিটন কমিশনারের সমর্থকদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরে দুপক্ষ সংঘর্ষে জড়ালে ঝলক অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ঝলকের আত্মীয়স্বজন ও সহপাঠীরা ভিড় করেছেন। তারা আহাজারি করছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন।