খুরশীদা বেগম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষক।
সোমবার দুপুরে তারা মারা যায় বলে উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জানান।
প্রতীকী ছবি
তারা পিংনা মুন্সি মোহাম্মদ আলী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
চেয়ারম্যান পরিবারের বরাতে বলেন, সুমাইয়া ও রিয়া বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। অনেক সময় পার হলেও তাদের ফিরতে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকেরা। বিকেল সাড়ে ৩টার দিকে দুই শিশুর লাশ নদীতে ভাসতে দেখে তারা।
“শিশুরা গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে বলে ধারণা করছে পরিবার।”