লক্ষ্মীপুরের একটি ইউনিয়নে হঠাৎ ডায়রিয়া

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। 

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2022, 03:47 PM
Updated : 11 April 2022, 03:47 PM

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদ হাসান সিদ্দিকির নেতৃত্বে একটি চিকিৎসকদল গ্রামে গিয়ে আক্রান্ত রোগীদের খবর নেন। 

পরে মাহমুদ হাসান সিদ্দিকি সাংবাদিকদের বলেন, কেরোয়া ইউনিয়নে আজ ২২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর আগে ছিলেন আটজন। দুদিনে মোট ৩০ জন আক্রান্ত হয়েছেন।

“পাতলা পায়খানা নিয়ে মীম নামে প্রতিবন্ধী এক তরুণী (২২) মারা গেছে। তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

চিকিৎসক আরও বলেন, “বিভিন্ন বাড়িতে গিয়ে রোগীদের খোঁজ নিয়েছি। সবাইকে স্বাস্থ্যসম্মত খাবার দেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি স্যালাইন সেবনের জন্য বলেছি। সমস্যা বেশি হলে হাসপাতাল এসে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।”

মীম আক্তার উত্তর কেরোয়া গ্রামের মালের বাড়ির খোকা মিয়ার মেয়ে। 

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বাহারুল আলম বলেন, “উপজেলায় ডায়রিয়ার রোগী তেমন ছিল না। এ দুইদিন কেরোয়া ইউনিয়নে ডায়রিয়া আক্রান্ত রোগী পেয়েছি।”