টিকাকেন্দ্রে জাবির দুই শিক্ষার্থীকে মারধর, ৩ স্বেচ্ছাসেবক গ্রেপ্তার
সাভার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2022 08:14 PM BdST Updated: 11 Apr 2022 08:14 PM BdST
সাভারে কোভিডের টিকাকেন্দ্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা দায়েরের পর রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে সাভার মডেল থানার এসআই এস এম শাহারিয়ার জানান।
গ্রেপ্তারকৃরা হলেন- সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার শাখাওয়াত হোসেনের ছেলে আকিব হোসেন নুর (১৯), একই মহল্লার আসাদুল হকের ছেলে সাব্বির হোসেন (২২) ও কাতলাপুর মহল্লার অশোক কুমার দাসের ছেলে অর্ঘ্য অর্পণ দাস (২১)।
মামলার বরাত দিয়ে এসআই বলেন, রোববার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) কেন্দ্রে টিকা নিতে যান জাবি শিক্ষার্থী ইমন ও মাজেদ। তারা লাইনে থাকা অবস্থায় বেলা ১টায় টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ সময় লাইনে দাঁড়ানো লোকজন টিকা দেওয়ার অনুরোধ জানান। টিকাদানকারী স্বাস্থ্যকর্মীরা এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কয়েকজন স্বাস্থ্যকর্মী মিলে ইমন ও মাজেদকে মারধর করেন।
প্রতিবাদে রাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে প্রায় আধাঘণ্টা বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বাদী হয়ে মামলা করেন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত রেডক্রিসেন্ট কর্মীদের প্রত্যাহার করা হয়েছে। তারা মূলত স্বেচ্ছাসেবক, তারা কোনো সরকারি কর্মী নন। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এস এম শাহারিয়ার বলেন, মামলা হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। মামলা তিনজনের নাম ছাড়াও অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
-
প্রধানমন্ত্রী পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া আসবেন সোমবার
-
‘কালো রংবাজ’, ‘বিন্দাস’, ‘মানিক বাহাদুর’ যাবে হাটে
-
গোপালগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
-
পটুয়াখালীতে ঝড়ে ঘরের টিন পড়ে একজন নিহত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা