বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বগুড়ায় স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2022, 11:31 AM
Updated : 11 April 2022, 11:31 AM

একই সঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা আদায় না হলে এক বছর কারাদণ্ডের রায় দিয়েছে।

বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত বুদু মণ্ডল (৪৩) জেলার কাহালু উপজেলার উলখার এলাকার মেছের আলীর ছেলে। 

রায় ঘোষণার সময় আদালতে ছিলেন আসামি।

আদালতের এপিপি নাছিমুল করিম হলি মামলার নথির বরাতে জানান, ২০০১ সালে ভ্যানচালক বুদুর সঙ্গে আলেফা খাতুনের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি আলেফাকে গলাটিপে হত্যা করা হয়। পরদিন বুদুকে একমাত্র আসামি করে নিহতের ভাই আমির আলী কাহালু থানায় মামলা করেন। আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বুদু মণ্ডল।

তার বিরুদ্ধে একই বছর ১৬ মার্চ কাহালু থানার এএসআই আনিছুর রহমান আদালতে অভিযোগপত্র দেন।

এপিপি নাছিমুল বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত বুদুকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিল। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।