দিনাজপুরে ধর্ষণ-অপহরণের দায়ে একজনের যাবজ্জীবন

দিনাজপুরে অপহরণ করে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2022, 11:14 AM
Updated : 11 April 2022, 11:14 AM

দিনাজপুরের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

তাছাড়া আদালত তাকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা না দিলে তিন মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে।

সাজাপ্রাপ্ত সবুজ ইসলাম জেলার হাকিমপুর উপজেলার মহেষপুরঘাট এলাকার বাসিন্দা।

রায় ঘোষণার সময় আদালতে ছিলেন তিনি।

তাছাড়া এ মামলায় মাহমুদুল ইসলাম নামে এক আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

আদালতের পিপি তৈয়বা বেগম মামলার নথির বরাতে জানান, হাকিমপুর উপজেলার মহেষপুরঘাট এলাকার এক কিশোরী গত ২০১৯ সালের ৬ মার্চ বিকেলে অপহৃত হয়। তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণের অভিযোগ আনা হয় সবুজসহ তার চার সহযোগীর বিরুদ্ধে।

কিশোরীর বাবা হাকিমপুর থানায় মামলা করলে পুলিশ ১৬ দিন পর জয়পুরহাট থেকে কিশোরীকে উদ্ধারসহ সবুজকে গ্রেপ্তার করে। পুলিশ সবুজ ও মাহমুদুল ইসলাম নামে তার এক সহযোগীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি বলেন, আদালত ছয়জনের সাক্ষ্য নিয়ে সবুজকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেয়। আর মাহমুদুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে আদালত।