কুড়িগ্রামে তিস্তায় তীব্র ভাঙন, বিলীন ঘর জমি গাছপালা
কুড়িগ্রাম প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2022 11:31 AM BdST Updated: 11 Apr 2022 12:53 PM BdST
গত কয়েক দিনের ভারি বর্ষণে তিস্তা নদীতে পানি বেড়ে কুড়িগ্রামে রাজারহাট উপজেলার ঘরিয়ালডাঙ্গা ইউনিয়নে শুরু হয়েছে তীব্র ভাঙন।
স্থানীয়রা বলছে, গত তিনদিনে ঘরিয়ালডাঙ্গা ইউনিয়নে তিস্তা পাড়ের বিঘার পর বিঘা বোরো ধান, গাছ ও বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। আরও প্রায় ৭০ থেকে ৮০টি পরিবার ভাঙন হুমকিতে রয়েছে।
তাছাড়া গত কয়েক বছর ধরে তিস্তার ভয়াবহ আগ্রাসনে রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা, মন্দির, ডাংরারহাট, রামহরি, পাড়ামৌলা ও গাবুর হালান গ্রামের একাংশ নিশ্চিহ্ন হয়ে গেছে।
এ বিষয়ে পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার কথা বলেও প্রতিকার মেলেনি বলে অভিযোগ তাদের।

এদিকে নদীর ভাঙনে ঘরবাড়ি ভিটেমাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিস্তা পাড়ের অনেক মানুষ।
ঘরিয়ালডাঙ্গা ইউনিয়নের মোস্তাক আহমেদ বলেন, “গতবার নদী বাড়িভিটা সউগ খায়া গেইল। হালের গরু বিক্রি করি নতুন বাড়ি করনু। এবারও ভাঙবের নাগছে। কামলা দিয়া খাং। এই বাড়ি গেইলে করিম কি। মোর পকেটোত বিষ খাওয়ার মত টেকা নাই।”
একই ইউনিয়নের গতিয়াসাম এলাকার সাবেক মেম্বার শহিদুল ইসলাম বলেন, “বর্ষা আসার আগেই হঠাৎ করে ভাঙন বৃদ্ধি পাওয়ায় নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে বসতবাড়ি, গাছপালাসহ আধাপাকা বোরো ধানক্ষেত। ভাঙনের হুমকিতে রয়েছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক, ৮টি মসজিদ ও একটি মাদ্রাসাসহ শত শত বিধা আবাদী জমিন।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, হঠাৎ বৃষ্টির ফলে তিস্তায় অরক্ষিত এলাকায় ভাঙন শুরু হয়েছে। কুড়িগ্রাম জেলার তিনটি উপজেলার উপর দিয়ে বয়ে গেছে আগ্রাসি তিস্তা নদী। প্রায় ৪০ কিলোমিটার ব্যাপী এই নদীর ভাঙন কবলিত বাম তীরে মাত্র ৫ কিলোমিটার জায়গা পানি উন্নয়ন বোর্ড থেকে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। বাকী ৩৫ কিলোমিটার উন্মুক্ত নদীর অনেক জায়গায় চলছে এখন ভাঙন।
তিস্তায় ভাঙন ঠেকাতে মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে বাজেট না থাকায় সে কাজে এখনই হাত দেওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
-
‘সাড়ে ৫ কোটি টাকার’ ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ যুবক আটক
-
আমদানির খবরে ফরিদপুরে পেঁয়াজের দরপতন
-
ঈদযাত্রার পথে মা-মেয়ের মৃত্যু, বাবা-ছেলে হাসপাতালে
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
কুমিল্লায় জামায়াতের কাউন্সিলরকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
-
বন্যা: নেত্রকোণায় ডায়রিয়া আক্রান্ত ঘণ্টায় ৩ জনের বেশি
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় মামলা
-
রাজশাহীতে রেল কর্মচারীকে ‘কুপিয়ে হত্যা’র অভিযোগ
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ