রোববার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয় বলে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা জানান।
আগের সিদ্ধান্ত বাতিলের জন্য ‘উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি’কে কারণ দেখিয়েছেন অধ্যক্ষ, তবে তা তার কথায় স্পষ্ট হয়নি।
“বর্তমান রাজনৈতিক উদ্ভূত পরিস্থিতিতে সবাই মনে করছে এই সিদ্ধান্ত বাতিল হওয়া প্রয়োজন। আমরা শহরের সুশীল সমাজ, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে কলেজের পক্ষ থেকে সংবাদমাধ্যমে একটি বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছে। তবে সেটি কলেজের প্যাডে পাঠানো হয়নি; যদিও তাতে কলেজ অধ্যক্ষের সিল ও স্বাক্ষর রয়েছে।
অসীম সাহা বলেন, বিজ্ঞপ্তিটি কলেজ থেকেই পাঠানো হয়েছে।
সেই সিদ্ধান্ত বাতিল করে দেওয়া কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ফরিদপুর শহরের সুধী সমাজ ও রাজনীতিবিদদের মতামত এবং সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও ছাত্র নেতৃবৃন্দের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় ওই প্রস্তাব বাতিলের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
“নতুন নামকরণ না হওয়া পর্যন্ত ভবনদ্বয় ‘নবনির্মিত ছাত্রাবাস’ ও ‘নবনির্মিত ছাত্রীনিবাস’ হিসেবে পরিচিত হবে।”
পরবর্তীতে সর্বমহলের মতামতের আলোকে একাডেমিক কাউন্সিল নবনির্মিত ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নতুন নামকরণ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন