গোপালগঞ্জে স্কুলছাত্রীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪
মাদারীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2022 07:49 PM BdST Updated: 10 Apr 2022 08:59 PM BdST
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর দলবেঁধে ধর্ষণের মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ও রোববার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন কোটালীপাড়ার পলোটানা গ্রামের কালু বাড়ৈয়ের ছেলে গোপাল বাড়ৈ (৩০), খোকন বাড়ৈর ছেলে অটল বাড়ৈ (২২), রামানন্দ বৈদ্যের ছেলে তাপস বৈদ্য (৪০) ও মুশুরিয়া গ্রামের নারায়ণ বালার ছেলে বরুণ বালা (২৩)।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটির বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেন বলে র্যাব জানিয়েছে।
র্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত র্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ থেকে গোপাল বাড়ৈ, মাদারীপুরের শিবচর থেকে বরুণ বালা, গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে অটল ও প্লাবণকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব।
আইনি প্রক্রিয়া শেষে কোটালীপাড়া থানায় আসামিদের হস্তান্তর করা হয়েছে জানিয়ে এই কোম্পানি কমান্ডার বলেন, মেয়েটির পরিবারকে সব ধরনের আইনগত সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৬ মার্চ রাতে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রাম থেকে পাশের গ্রাম গোপালগঞ্জের কোটালীপাড়ার পীড়ারবাড়ি মন্দিরে গান শুনে মামাবাড়ি যাচ্ছিল ৬ষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী। পথে পীড়ারবাড়ি এলাকা থেকে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেলযোগে ১২ বছরের ওই কিশোরীকে একটি পরিত্ত্যক্ত ভবনে নিয়ে নগ্ন ভিডিও ধারণ করে এবং দলবেঁধে ধর্ষণ করে চার জন। পরদিন সেখান থেকে আরেকটি দোতলা ভবনে নিয়ে আরও তিনদিন আটক রেখে ধর্ষণ করে তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০ মার্চ ওই যুবকরা নেশাগ্রস্ত অবস্থায় থাকার সুযোগে জানালা ভেঙে মেয়েটি পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় বলে। পরে ওই বাড়ির সদস্যদের মাধ্যমে মেয়েটি তার পরিবারে ফিরে যায়। পরে মেয়েটির বাবা থানায় মামলা করেন।
গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ইতোমধ্যে ওই শিক্ষার্থীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানায় র্যাব।
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
-
প্রধানমন্ত্রী পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া আসবেন সোমবার
-
‘কালো রংবাজ’, ‘বিন্দাস’, ‘মানিক বাহাদুর’ যাবে হাটে
-
গোপালগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
-
পটুয়াখালীতে ঝড়ে ঘরের টিন পড়ে একজন নিহত
-
নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: চারজনকে রিমান্ডে পেয়েছে পুলিশ
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা