রাজশাহীতে মিষ্টির দোকানের কর্মচারী হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

রাজশাহীর তানোর উপজেলায় মিষ্টির দোকানের কর্মচারী প্রকাশ সিং (২০) হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2022, 08:06 AM
Updated : 10 April 2022, 08:06 AM

রোববার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক অনুপ কুমার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এন্তাজুল হক বাবু জানান।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার চোরখৈর গ্রামের মৃত জলধর সিংয়ের ছেলে বিমল সিং (৫০), তার স্ত্রী অঞ্জলী রানী (৪৫), ছেলে সুবোধ সিং (২০) ও নওগাঁ নিয়ামতপুর উপজেলার শ্যামপুর গ্রামের জিন্নাত আলী মণ্ডলের ছেলে বাদল মণ্ডল (৪৬)।

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০২১ সালের ২৮ মার্চ তানোরের চোরখৈর গ্রামের প্রকাশ সিং বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন মাঠে তার গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় প্রকাশের বাবা নির্মল সিং বাদী হয়ে মামলা দায়ের করে।

প্রকাশ রাজশাহী নগরীর একটি মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন। ঘটনার সময় লকডাউনের কারণে এক মাস বাড়িতে ছিলেন তিনি।

মামলার অভিযোগপত্রে বলা হয়, অঞ্জলী রানী ও বাদল মণ্ডলের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন প্রকাশ সিং। এতে ক্ষুদ্ধ হয়ে আসামিরা তাকে হত্যা করে। পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

আইনজীবী আরও জানান, আদালত চারজনের মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে।